প্রকাশিত: Fri, Dec 15, 2023 8:56 PM আপডেট: Thu, May 15, 2025 5:06 PM
[১] আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ফেনীতে সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা
এম, এমরান পাটোয়ারী, ফেনী: [২] ফেনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হয়। মোনাজাতে সহস্রাদিক মুসল্লির আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।
[৩] মোনাজাত পরিচালনা করেন কাকরাইল আহলে শুরার সদস্য মাওলানা মোহাম্মদ উল্যাহ।
[৪] শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ান শুরু হয়। পরে হেদায়েতি বয়ান সকালে আরবি ত্বলাবা, ছাত্র-নওজোয়ানদের সাথে কথা, খাওয়াছদের সাথে আলোচনা পর্বের পর জুমার নামাজ শেষে আখেরি মোনাজাত হয়।
[৫] এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে লাতু মিয়া ব্রিক ফিল্ডে তিন দিনব্যাপী এ ইজতেমার আয়োজন করা হয়। ২০১৭ সালে প্রথম ফেনী জেলা ইজতেমা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরে অনুষ্ঠিত হয়। এবার ফেনীতে ২য় বারের মতো ইজতেমা সম্পন্ন হলো মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের।
[৬] আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই ফেনী জেলাসহ আশপাশ জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান। এছাড়া শুক্রবার ভোর থেকে বিভিন্ন এলাকার লোকজন দলে দলে ইজতেমা ময়দানে আসেন। ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের জায়গা মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে ওঠে।
[৭] ফেনী জেলার ছয় উপজেলার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, বিভিন্ন বাসাবাড়ির ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
[৮] মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ফেনী জেলা তাবলীগ জামায়াতের আমীর হাফেজ মাওলানা নুর উদ্দিন জানান, ইজতেমার ওপর চাপ কমাতে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা হয়ে আসছে। এর ধারাবাহিকতায় ফেনীতে ২য় বারের মতো অনুষ্ঠিত হলো এ ইজতেমা। গত বুধবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম।
[৯] তিনি আরও জানান, ইজতেমায় রাজধানী ঢাকা ছাড়াও ইন্দোনেশিয়া তাবলিগ জামাতের বিদেশি মেহমান ও মুরুব্বিরা অংশ নেন। তারা তিনদিনের এ ইজতেমায় ঈমান-আমলের বয়ানের মাধ্যমে দ্বীনের দাওয়াতে উদ্বুদ্ধ করেন। এবার ফেনী ইজতেমা থেকে ইসলাম, ঈমান, আমলের শিক্ষা ও আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে অনেকগুলো জামাত বের হবে।